জানাজা পড়তে বেরিয়ে নিজেরা লাশ হলেন

মাগুরার সদর উপজেলার মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুজন নিহত হন। মঙ্গলবার বেলা ১১টার দিকে
প্রথম আলো

মাগুরায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের গোলাম নবী (৬৫) ও বাবু বিশ্বাস (৫৫)। তাঁরা দুজন প্রতিবেশী। তাঁরা এক পরিচিত ব্যক্তির জানাজায় অংশ নিতে মাগুরা শহরে যাচ্ছিলেন।

বাসের আরোহী আহত নান্নু শেখ (২২) বলেন, লোকাল বাসটি মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া থেকে মাগুরা শহরে যাচ্ছিল। মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কের চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা বটতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানের ওপর উল্টে যায়। দোকানটি তখন বন্ধ ছিল। এ সময় বাসে ৩০ জনের বেশি যাত্রী ছিল।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার সোহাগুজ্জামান জানান, নিহত দুজন বাসের নিচে চাপা পড়েছিলেন। ওই দুজনসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই দুজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিদের একজন স্বজন আবু হাসান জানান, গোলাম নবী ও বাবু বিশ্বাস প্রতিবেশী। সকালে মাগুরা শহরের পারলা গ্রামে বাবু বিশ্বাসের এক আত্মীয় মারা যান। খবর পেয়ে ওই ব্যক্তির জানাজায় অংশ নিতে তাঁরা দুজন ধলহারা বাজার থেকে বাসে ওঠেন। এখন জানাজা পড়তে বেরিয়ে তাঁরা দুজনই লাশ হলেন। তাঁদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসের চালকও আহত হয়েছেন। নিহত দুজনের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরিবারের সঙ্গে আলোচনার পর মামলা হবে।