জানালা ভেঙে পালানো ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার
মুন্সিগঞ্জের গজারিয়ার একটি রেস্তোরাঁর টয়লেটের জানালা ভেঙে পালিয়ে যাওয়া নোয়াখালীর সোনাইমুড়ী থানার ধর্ষণ মামলার দুই আসামির একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম দেলোয়ার হোসেন (২৮)। গতকাল বুধবার রাত ১২টার দিকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণ মামলার দুই আসামি জুয়েল ও দেলোয়ার পালিয়ে যাওয়ার পর তাঁদের গ্রেপ্তারে সর্বাত্মক অভিযান শুরু হয়। পরে রাত ১২টার দিকে কামরাঙ্গীরচর এলাকা থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অপর আসামি জুয়েলকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।
এর আগে গতকাল বিকেলে সোনাইমুড়ী থানার একটি ধর্ষণ মামলার তিন আসামি ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে ডিএনএ পরীক্ষার নমুনা দেন। পরে তাঁদের নিয়ে নোয়াখালী ফেরার পথে দুই আসামি মো. জুয়েল (২৪) ও দেলোয়ার হোসেন (২৮) মুন্সিগঞ্জের গজারিয়া থানার হাইওয়ে সড়কের পাশের একটি রেস্তোরাঁর টয়লেটের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় সোনাইমুড়ী থানা-পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশকে গতকাল রাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই দায়িত্বে থাকা থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।