সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকী নদীতে পাওয়া গেছে ভারতীয় এক যুবকের লাশ। আজ রোববার নদীর বল্লাঘাট এলাকা থেকে গোয়াইনঘাট থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
লাশ উদ্ধার হওয়া যুবকের নাম লেস্টারসন পথাও (৩৫)। তিনি ট্রাকচালক ছিলেন। তাঁর বাড়ি ভারতের মেঘালয় রাজ্যে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে জাফলংয়ের বল্লাঘাটের ডাউকী নদীতে অজ্ঞাতনামা যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ, জাফলং জোনের ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সহায়তায় ভারতের ইস্ট জৈন্তা হিলসের ডাউকি থানা-পুলিশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হয়।