জাফলংয়ের পিয়াইন নদে ভারতীয়র লাশ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পিয়াইন নদ থেকে ভারতের এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। নদের কান্দুবস্তি এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে গোয়াইনঘাট থানা-পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।
মারা যাওয়া ভারতীয়র নাম প্রমোত শর্মা (৩৫)। তিনি ভারতের রাজস্থান রাজ্যের মানপুর এলাকার রামকল্যাণ শর্মার ছেলে।
গোয়াইনঘাট থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে জাফলংয়ের কান্দুবস্তি এলাকায় পিয়াইন নদে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে এসে গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব রায় লাশটি উদ্ধার করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষ করে বিজিবির সহায়তায় ভারতের ইস্টজৈন্তা হিলসের পাইনোসিয়া থানা-পুলিশের কর্মকর্তা জে ননলাং এবং বিএসএফ সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় প্রথম আলোকে বলেন, ১১ আগস্ট ভারতের উমটগট নদীতে গোসলে নেমে নিখোঁজ হন প্রমোত। মৃত ব্যক্তির বড় ভাই নরেন্দ্র শর্মা তাঁর পরিচয় শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেল সোয়া চারটায় মরদেহ ভারতীয় পুলিশ এবং বিএসএফ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।