জাফলংয়ে পাথর তুলতে গিয়ে গর্তে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু

জাফলং
ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদীতে পাথর তুলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকের নাম হজরত আলী (৩৫)। তাঁর বাড়ি উপজেলার তিতকুল্লী হাওর গ্রামে।

পুলিশ ও স্থানীয় শ্রমিকদের সূত্রে জানা গেছে, হজরত আলী সোমবার সকালের দিকে বারকি নৌকা দিয়ে ডাউকি নদীতে পাথর তুলতে যান। ডুবে ডুবে বালতি দিয়ে তিনি নদীর নিচ থেকে পাথর তুলছিলেন। একপর্যায়ে পাথর তোলার জন্য পানির নিচে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। দীর্ঘ সময় ধরে তাঁর খোঁজ না পেয়ে কয়েকজন শ্রমিক পানির নিচে থাকা একটা গর্ত থেকে তাঁর লাশ উদ্ধার করেন।

একজন শ্রমিক বলেন, পাথর তোলার কারণে ডাউকি নদীর স্থানে স্থানে গর্ত তৈরি হয়েছিল। এ রকমই একটি গর্তে হজরত আলী আটকা পড়েছিলেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, পানির নিচে থাকা গর্তে আটকা পড়ে হজরত আলী মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।