জামালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে হাওরের পানিতে ডুবে নাছুফা বেগম নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বেহেলী ইউনিয়নের হরিণাকান্দি গ্রামের ইকবাল মিয়া মেয়ে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার হালির হাওরের পাড়ে ইকবাল মিয়ার বাড়ি। বাড়ির উঠানের পাশে এখন হাওরে থই থই পানি। সকালে নাছুফা উঠানে খেলছিল। খেলার ছলে কখন সে হাওরের পানিতে পড়ে যায়, তা পরিবারের কেউ দেখতে পাননি। একপর্যায়ে তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজতে শুরু করেন পরিবারের লোকজন। পরে উঠানের পাশেই হাওর থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর পরিবারের লোকজন তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম তালুকদার পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।