জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে এইচএসসির (ভোকেশনাল ও বিএম শাখা) হিসাববিজ্ঞান পরীক্ষা চলছিল। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস কেন্দ্র পরিদর্শনে গিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। পাঁচজনের মধ্যে তিনজন চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের ও দুজন রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।