জামালপুরে যুবদলের সভায় ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ
জামালপুরে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পুলিশ সাতজনকে আটক করেছে।
যুবদলের নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের শফি মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা চলাকালে হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সেখানে হামলা চালান।
এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও সাতজনকে আটক করে।
জামালপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুঠোফোনে বলেন, শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলছিল। সভা প্রায় শেষের দিকে ছিল। প্রথমে কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটনান ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এরপর তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে কয়েকজন আহত হয়েছেন। অথচ পুলিশ যুবদলেরই কয়েকজনকে আটক করে নিয়ে গেছে।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে নানা উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল। এ সময় যুবলীগের কয়েকজন অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে গেলে যুবদলের নেতারা হামলা করেন। যুবদলের নেতারাই ভাঙচুর করে যুবলীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।
তবে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম খান বলেছেন, যুবদলের নেতা-কর্মীরা একটি নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় সাত–আটজনকে আটক করা হয়েছে।