জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। ২২ থেকে ২৯ ডিসেম্বর শীতকালীন ছুটি ছিল। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নুরুল আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সূত্র জানায়, করোনার ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরের এই ছুটি বাতিল করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা চালু থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সব প্রশাসনিক কার্যক্রমও চালু থাকবে।

করোনার প্রকোপের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হয়।