default-image

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নড়াইলের একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান তিনি।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. ইয়ানুর হোসেন (৩৭)। তিনি নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মশিউর রহমান বলেন, ইয়ানুর হোসেনের কয়েক দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। এ অবস্থায় গতকাল দুপুরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন ইয়ানুর। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান তিনি।

ইয়ানুর হোসেনের বাড়ি নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে। তাঁর স্ত্রী ও চার বছরের একটি শিশুসন্তান রয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে লাশ দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
মন্তব্য করুন