default-image

শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির নাম অসীম সিকদার (৩২)। বাড়ি কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। তিনি উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)।

মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণপতি সিকদার বলেন, মারা যাওয়া অসীম সিকদার তাঁর ছোট ভাই। কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন অবিবাহিত অসীম। একপর্যায়ে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। জ্বরের সঙ্গে হঠাৎ করে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। উন্নত চিকিৎসার জন্য ১০ আগস্ট অসীমকে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার পৌনে তিনটার তিনি মারা যান।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0