জ্যৈষ্ঠের হঠাৎ কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজারে দুই ঘণ্টা ফেরি বন্ধ

কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার ও শরীয়তপুরের মাঝিরকান্দি নৌপথে দুই ঘণ্টা ফেরি বন্ধ ছিল। আজ সোমবার সকালে শিমুলিয়া ঘাটে
ছবি: প্রথম আলো

জ্যৈষ্ঠ মাসের হঠাৎ কুয়াশায় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার ও শরীয়তপুরের মাঝিরকান্দি নৌপথে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে আকাশে মেঘ করে। মেঘ কেটে গিয়ে হঠাৎ কুয়াশা পড়তে শুরু করে। এ সময় চারটি ফেরি লোড নিয়ে শিমুলিয়া ঘাটে কুয়াশা কাটার অপেক্ষায় থাকে। সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শীতের সময় কুয়াশা স্বাভাবিক। ফাল্গুন মাসেও কুয়াশা পড়তে দেখেছি। তবে জ্যৈষ্ঠ মাসে কুয়াশা পড়তে দেখিনি। ভোরে হঠাৎ কুয়াশা পড়া শুরু হয়। কুয়াশার পরিমাণ খুব বেশি ছিল। এ জন্য দুর্ঘটনা এড়াতে দুই ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল। ঘাটে যানবাহনের চাপ নেই। সাতটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।’