default-image

জয়পুরহাটে দুটি কার্টনে ২ হাজার ৪০০ করোনার টিকা এসেছে। আজ শুক্রবার ভোর ৪টায় টিকাগুলো ঢাকা থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা টিকাগুলো বুঝে নিয়েছেন।

শনিবার অনুষ্ঠেয় করোনাবিষয়ক টিকা কমিটির সভায় কবে নাগাদ টিকা দেওয়া হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে জয়পুরহাটের সিভিল সার্জন ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, আজ করোনা টিকাগুলো দুটি কার্টনে এসেছে। ১২০০ করে মোট ২ হাজার ৪০০ করোনা টিকা পাওয়া গেছে। এখনো সিরিঞ্জ পাওয়া যায়নি। সিরিঞ্জ পেলেই টিকা দেওয়ার দিনক্ষণ ঠিক করা হবে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন