default-image

ঝালকাঠির নলছিটি উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ তাঁদের নমুনা সংগ্রহ করেছে।

মারা যাওয়া দুজন হলেন উপজেলার খোঁজাখালী গ্রামের পল্লিচিকিৎসক জয়নাল আবেদীন (৬০) ও কপালবেড়া গ্রামের সৈলাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফ সিকদার (৭০)।
নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান জানান, পাঁচ দিন ধরে জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে নলছিটি শহরতলীর খোঁজাখালী গ্রামের বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন পল্লিচিকিৎসক জয়নাল আবেদীন। গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে বাড়িতেই মারা যান।
একই উপসর্গ নিয়ে গত ৫ জুলাই বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে ভর্তি হন আবদুল লতিফ সিকদার। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত ব্যক্তিদের শাবাব ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন জানাজা ও দাফনের ব্যবস্থা করেছে।
ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবুয়াল হাসান জানিয়েছেন, ঝালকাঠিতে আজ সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ ছয়জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন