ঝিনাইদহ সীমান্তে ভারত অংশে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা সীমান্তে ভারত অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বাঘাডাঙ্গা গ্রামের জিনজিরাপাড়ার রুহুল আমিনের ছেলে।
নিহত মিকাইলের মামাতো ভাই মুছা নুর মল্লিক বলেন, এক সপ্তাহ আগে মিকাইলসহ ১০ থেকে ১২ জন সীমান্ত পার হয়ে ভারতে যান। গত বৃহস্পতিবার রাতে তাঁরা গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরা খাল ব্রিজ এলাকা দিয়ে দেশে ফেরার চেষ্টা করেন। এ সময় তাঁরা নদীয়ার শিলবাড়িতে বিএসএফের টহল দলের সামনে পড়েন। বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে পরিস্থিতি খারাপ দেখে অন্যরা পালিয়ে আসেন। কিন্তু মিকাইল হোসেনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এদিকে ঘটনার চার দিন পর গতকাল রোববার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে মিকাইলের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা–পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বিএসএফের গুলিতে মিকাইল মারা গেছেন। পরে তাঁর লাশ নদীতে পড়ে ছিল।
নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ১০ থেকে ১২ জন গরু আনতে ভারতে যান। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেননি। তাঁর পরিবার ভারতে থাকা স্বজনদের কাছ থেকে এ তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছেন।
ঝিনাইদহের খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ বলেন, এ ব্যাপারে কোনো তথ্য তাঁরা পাননি। তবে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।