ঝড়ের কবলে পড়ে পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ ২
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ধানবোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে পদ্মা সেতুর কাছাকাছি মাঝনদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকেরা হলেন মো. হেলাল উদ্দিন (৩৮) ও দাদন মিয়া (২৮)। তাঁদের দুজনের বাড়ি মাদারীপুরের শিবচরের রাজারচর এলাকার মোল্লাকান্দি গ্রামে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ধান কেটে পদ্মা পাড়ি দিয়ে মাদারীপুরের শিবচরের রাজারচর এলাকার মোল্লাকান্দি গ্রামে যাচ্ছিলেন তাঁরা। পদ্মার প্রচণ্ড স্রোত ও মাঝনদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২-১৩ জন নদীতে ভাসতে থাকেন। স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করলেও স্রোতের মধ্যে দুজন শ্রমিক নিখোঁজ হন।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবু তাহের দুপুরে প্রথম আলোকে বলেন, নদীতে ব্যাপক স্রোত আছে। এর মধ্যে নিখোঁজ ওই দুই ব্যক্তিকে উদ্ধারে কাজ করছেন নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।