টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে তরুণ নিহত
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ওই তরুণের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২৫ বছর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন এক ব্যক্তি।
এ সময় তাঁর মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড় দেন ওই তরুণ। ঘটনাটি দেখে আশপাশের লোকজন ওই তরুণকে মারধর করে। একপর্যায়ে নিস্তেজ হয়ে সড়কে পড়ে যান তিনি। পরে স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই তরুণ পথচারীর মোবাইল ছিনতাই করেছেন, এমন সন্দেহে স্থানীয় লোকজন তাঁকে পিটুনি দেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।