টঙ্গীতে ট্রেন দুর্ঘটনা, ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের চলাচল বন্ধ

তিস্তারগেটের টঙ্গী-পুবাইল হোমলাইনে ট্রেন লাইচ্যুতির ঘটনা ঘটেছে
ছবি: আল–আমিন

গাজীপুরের টঙ্গীতে একটি মালবাহী ট্রেনের কনটেইনার লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টঙ্গীর তিস্তারগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে।

টঙ্গী জংশন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মালবাহী ট্রেন সিলেট-চট্টগ্রাম ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টায় ট্রেনটি তিস্তারগেট এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কনটেইনার লাইন থেকে ছিটকে পড়ে। এ সময় আরও কয়েকটি কনটেইনার লাইনচ্যুত হয়ে যায়। এতে পুরো লাইন বন্ধ হয়ে যায়।

বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায়, তিস্তারগেটের টঙ্গী-পুবাইল হোমলাইনে (যেখানে ট্রেন লাইন ভাগ হয়) ট্রেন লাইচ্যুতির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি কনটেইনারের চাকা ক্ষতিগ্রস্ত হয়ে লাইনে পড়ে আছে। এতে লাইনের বিভিন্ন জায়গায় স্লিপার ভেঙে গেছে। আবার একটি কনটেইনার লাইনের পাশে পড়ে আছে।

একটি কনটেইনারের চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রেললাইনের বিভিন্ন জায়গায় স্লিপার ভেঙে গেছে
ছবি: আল–আমিন

টঙ্গী জংশনের স্টেশনমাস্টার মো. এরশাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, টঙ্গী–পুবাইল হোমলাইনের ৪ নম্বর সিগন্যালে মালবাহী ট্রেনটির কনটেইনার লাইন থেকে সরে যায়। এতে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।