টঙ্গীর মাজার বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট
ছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজ শনিবার ভোররাত চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন।

ইকবাল হোসেন বলেন, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। এ ছাড়া রাজধানীর উত্তরা থেকে আসা আরও চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।