default-image

টাঙ্গাইলে করোনা শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আজ বুধবার জেলায় ৩১ জন নতুন রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জেলায় মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ হাজার ৩০। জেলা সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলায় ৮ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন। এরপর ৩০ জুন সংক্রমিতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে যায়। জুলাই মাসের ১৫ দিনেই চার শতাধিক মানুষ সংক্রমিত হন।

বুধবার শনাক্ত হওয়া ৩১ জনের মধ্যে ৮ জনই সদর উপজেলায়। এ ছাড়া সখীপুর উপজেলায় ছয়জন, ভূঞাপুরে পাঁচজন, ঘাটাইল ও গোপালপুর উপজেলায় চারজন করে, মধুপুরে তিনজন ও ধনবাড়ীতে একজন সংক্রমিত হয়েছেন।

জেলায় মোট সংক্রমিতের মধ্যে ৫৫৫ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২১ জন। বর্তমানে ৪৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0