default-image

টাঙ্গাইলে কূপ খুঁড়তে গিয়ে মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম মো. কবির মিয়া (৩৫)। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার কাগমারা গ্রামের করিম মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির দেলদুয়ার উপজেলার গোমজানি গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার জানান, করিমের বাড়িতে কূপ খুঁড়তে তিনজন শ্রমিক আসেন। কূপ খোঁড়ার শেষের দিকে ওপর থেকে মাটি ধসে কূপের ভেতরে থাকা কবির মিয়ার ওপরে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে কূপের ভেতর মাটির নিচে চাপা পড়া কবিরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

কূপ খোঁড়ার শেষের দিকে ওপর থেকে মাটি ধসে কূপের ভেতরে থাকা কবির মিয়ার ওপরে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে কূপের ভেতর মাটির নিচে চাপা পড়া কবিরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক রেজাউল করিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন