টানা ৫ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহের মধ্যে সকালে প্রাইভেট পড়তে যাচ্ছে দুই স্কুলছাত্রী। ছবিটি সোমবার সকাল ৯টার দিকে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল এলাকা থেকে তোলা
ছবি: রাজিউর রহমান

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা পাঁচ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হচ্ছে। মাঝারি শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে উত্তরের জনজীবন।

আজ সোমবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত টানা পাঁচ দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই সময়ে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। চলতি শীত মৌসুমে মাঝেমধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও এ নিয়ে দুই দফা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

আজ সদর উপজেলার শিংপাড়া এলাকায় নির্মাণশ্রমিক আবদুর রশিদ বলেন, ‘রাতের ঠান্ডা আর সকালের কুয়াশায় কাজে যাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। তারপরও বের হয়েছি। দুই দিন বৃষ্টি হওয়ায় মাটি ঠান্ডা হয়ে আছে। এ জন্য হয়তো বেশি শীত লাগছে। শীত বেশি হলে শ্রমিকেরা কাজে আসতে দেরি করেন, এতে আমরা মিস্ত্রিরা বিপাকে পড়ি।’

সকাল সোয়া নয়টার দিকে সদর উপজেলার দারিয়াপাড়া এলাকার কৃষক ধনেশ চন্দ্র রায় বলেন, ‘সকালে জমিতে চাষ করতে গরুর হাল নিয়ে বের হয়েছি। কুয়াশায় ১০ হাত দূরেও দেখা যায় না। ঠান্ডা মাটিতে খালি পায়ে হাঁটাও কঠিন। কীই–বা করার আছে আমাদের? কাজ তো করতেই হবে। রোদ উঠলে কাজ করতে কিছুটা হলেও আরাম লাগবে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। গত কয়েক দিনের তুলনায় আজ সকাল পর্যন্ত ঘন কুয়াশার পরিমাণ কিছুটা বেশি ছিল। এ ছাড়া তেঁতুলিয়ার আকাশে বর্তমানে আট ভাগের তিন ভাগেই মেঘ রয়েছে। সকাল ১০টার পর দেখা দেওয়া ঝলমলে রোদ সারা দিন থাকলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে এ এলাকায় মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।