টিকিট কেটেও কাতারে ফেরা হলো না প্রবাসীর

করোনা সংক্রমণে মারা গেছেন কাতারপ্রবাসী আহমদ হোসেন
ছবি: সংগৃহীত

কাতারপ্রবাসী আহমদ হোসেন (৫৫) ছুটি পেয়ে গত মার্চ মাসে দেশে আসেন। ১৬ আগস্ট তাঁর কর্মস্থল কাতারে ফিরে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজের টিকিট কেটেও রাখা ছিল। কিন্তু তাঁর আর ফেরা হলো না। করোনা সংক্রমণে গতকাল বুধবার তিনি মারা গেছেন।

আহমদ হোসেনের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি ঠান্ডার সমস্যায় ভোগেন আহমদ হোসেন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। গত ২৯ জুলাই তাঁকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২ আগস্ট নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বেলা ২টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে বোরহান উদ্দিন ইসলামি সোসাইটি নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রাত ৯টার দিকে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে লাশ দাফন করেন।

আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে আহমদের ভাতিজা সালমান হোসাইন বলেন, তাঁর চাচা কাতারে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন। তাঁর চাচার স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমরজিৎ সিংহ বলেন, আহমদ হোসেনের বাড়ি লকডাউন করা হয়েছে। দিন দিন করোনার সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।