default-image

সকাল থেকে অন্যের বাড়িতে টিনের বেড়া দিচ্ছিলেন তাঁরা। তখন বিদ্যুৎ ছিল না। হঠাৎ দুপুরে বিদ্যুৎ এলে বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মৃত ব্যক্তির নাম ওয়াহিদ আলী (৫০)। তাঁর বাড়ি ফুলতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিরইনতলা গ্রামে। তিনি দিনমজুর ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ওয়াহিদসহ আরেক ব্যক্তি আজ ফুলতলা বাজারের কাছে উস্তার আলীর বসতঘরের পুরোনো টিনের বেড়া সরিয়ে নতুন বেড়া দেওয়ার কাজ করছিলেন। বাড়িটির বিদ্যুতের সংযোগ টিনের বেড়ার পাশ দিয়ে গেছে। সকাল থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ এলে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওয়াহিদ মারা যান। খবর পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদ মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন