টিসিবির পণ্য দোকানে বিক্রি করতে এসে ধরা পড়লেন দুজন
সাশ্রয়ী মূল্যে বরাদ্দকৃত টিসিবির পণ্য রাতের আঁধারে একটি মুদিদোকানে বিক্রি করতে এসে ধরা পড়েছেন দুই ব্যক্তি। তাঁদের কাছ থেকে ২৭০ লিটার তেল, ৩০০ কেজি ডাল, ৩০০ কেজি ছোলা ও ৩০০ কেজি চিনি জব্দ করা হয়। গতকাল বুধবার রাতে কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মুদিদোকানের মালিককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার দুই ব্যক্তির নাম আবদুল কাইয়ুম (৩৩) ও আশরাফ আলী (৩০)। তাঁদের মধ্যে আবদুল কাইয়ুম মালবাহী পিকআপ ভ্যানের চালক ও আশরাফ আলী তাঁর সহযোগী। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে কেরানীগঞ্জের বেলনা এলাকায় মুদিদোকানি মো. এরশাদকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পিকআপ ভ্যানের চালক আবদুল কাইয়ুম বলেন, ‘আমরা বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকা থেকে রোহিতপুর বাজার এলাকায় পণ্য পৌঁছে দিতে এসেছি। বাস্তা ইউনিয়নের টিসিবির ডিলার নেওয়াজ আলী আমাদের বলেছেন, রোহিতপুর বাজার এলাকায় এরশাদের দোকানে মালগুলো পৌঁছে দিতে। আমি সে অনুযায়ী কাজ করেছি। এগুলো কিসের পণ্য, সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। এখানে এসে এলাকাবাসীর কাছ থেকে জেনেছি, এগুলো টিসিবির পণ্য।’
প্রত্যক্ষদর্শী ও রোহিতপুর বাজারের মুদিদোকানি সৈয়দ আলী বলেন, ‘বুধবার রাত নয়টার দিকে বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে সন্দেহজনকভাবে কিছু মাল দ্রুত একটি দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় তাঁদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। একপর্যায়ে সেখানে গিয়ে দেখি, সেগুলো টিসিবির পণ্য। পরে এলাকাবাসীর সাহায্যে তাঁদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুজনকে আটক করে। এ সময় যাঁর দোকানের উদ্দেশে টিসিবির পণ্য এসেছে, সেই মুদিদোকানি এরশাদ স্টোরের মালিক মো. এরশাদ কৌশলে পালিয়ে যান।’
এ বিষয়ে বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশকর আলী বলেন, ‘গত মঙ্গলবার আমার ইউনিয়নের দুজন পরিবেশকের মাধ্যমে তিন শতাধিক টিসিবির কার্ডধারীকে দুই লিটার তেল, দুই কেজি ডাল, চিনি ও ছোলা দেওয়ার কথা ছিল। পরে বুধবার রাতে জানতে পারি, রোহিতপুর বাজার এলাকা থেকে টিসিবির পণ্যসহ হাতেনাতে পরিবেশক নেওয়াজের লোকজনকে আটক করা হয়েছে।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, ‘এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আবদুল কাইয়ুম, আশরাফ আলী ও মো. এরশাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় টিসিবির ডিলার নেওয়াজসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’