টেকনাফে আরও একটি অজগর উদ্ধার, ছাড়া হলো বনে

উদ্ধার হওয়া অজগরটি হোয়াইক্যং বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ থেকে আরও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাড়ে ১০ ফুট লম্বা অজগরটি পরে বনে অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন ১৬ কেজি। এ নিয়ে উখিয়া-টেকনাফে গত চার সপ্তাহে পাঁচটি অজগর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার হোয়াইক্যং দৈংগাকাটা বাজার এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে হোয়াইক্যং বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা দক্ষিণ বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা তারেক রহমান।

তারেক রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা বাজার এলাকায় অজগরটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, বনকর্মী, পিপলস ফোরাম ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে হোয়াইক্যং বিটের সংরক্ষিত বনাঞ্চলের গভীরে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

১৬ আগস্ট রাতে উখিয়া উপজেলার ইনানীর সোয়ানখালীর রূপবতী এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়। ৭ আগস্ট রাত ৯টার দিকে উখিয়ায় জালিয়াপালংয়ের বড় ইনানীর সড়কের পার্শ্ববর্তী লোকালয় থেকে সাড়ে ১১ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়। ১৪ আগস্ট সকালে টেকনাফের বাহারছড়ার শামলাপুর পুরানপাড়ার আলী আকবর মেম্বারের বসতবাড়ির পার্শ্ববর্তী লোকালয় একটি এবং গত ২৪ জুলাই রাতে বাহারছড়ার বাইন্নাপাড়ার বাসিন্দা মরহুম হাফেজ আহমদ চৌধুরীর বসতভিটার কবুতরের বাসা থেকে সাত ফুট লম্বা আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল।

জেলা দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, হঠাৎ করে লোকালয় থেকে অজগর উদ্ধারের ঘটনা বেড়ে গেছে। এর মধ্যে গত চার সপ্তাহে উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকা থেকে পাঁচটি অজগর সাপ উদ্ধার করে আবার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন