টেকনাফে ক্রিস্টাল মেথসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের টেকনাফে ২০০ গ্রাম নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব–১৫–এর একটি দল। গতকাল রোববার রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল রোডের মেসার্স রায়হান এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ৩৪ বছর বয়সী জুবায়ের হোসেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের এ-৩–এর বাসিন্দা। তাকে আটকের বিষয়টি আজ সোমবার দুপুরে প্রথম আলোকে নিশ্চিত করেন র্যাব-১৫–এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. বিল্লাল উদ্দিন।
তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মাদকবিরোধী অভিযানে নামে। এ সময় পালানোর চেষ্টা করে জুবায়ের। পালানোর সময় শপিং ব্যাগসহ তাকে আটক করা হয়। পরে ব্যাগের ভেতর থেকে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুবায়ের সাংবাদিকদের বলেন, সাত–আট বছর ধরে টেকনাফে রিকশা চালাতেন তিনি। তার সঙ্গে যাঁরা রিকশা চালাতেন, তাঁরা সবাই মাদকের কারবারে জড়িয়ে গাড়ি-বাড়ির মালিক হয়ে যাচ্ছিলেন। এসব দেখে তিনিও মাদকের কারবারে জড়িয়ে পড়েন। দুই বছর আগেও ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে ধরা পড়েছিলেন। জামিনে বের হয়ে আবার মাদক কারবারে নামেন তিনি।
র্যাব কর্মকর্তা বিল্লাল উদ্দিন বলেন, আইসসহ আটক ব্যক্তিকে টেকনাফ থানা–পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।