সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রোহিঙ্গাসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ কে এম মনজুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থীশিবিরের বাসিন্দা রোহিঙ্গা নাগরিক হামিদ হোসেনের ছেলে মো. আবদুল্লাহ (১৮) ও টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়ার মৃত নুর মোহাম্মদ ওরফে পাঠান কাটা নুর মোহাম্মদের ছেলে জহিরুল ইসলাম (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিল যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা (কক্সবাজার-থ-১১-৬৬৪৯)। একই সময়ে কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি বাস (কক্সবাজার-জ-১১-০২৩১) কক্সবাজারের দিকে যাচ্ছিল। হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ এলাকায় দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। উপস্থিত লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য পালংখালী এনজিও সংস্থা পরিচালিত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. আবদুল্লাহ ও জহিরুল ইসলাম মারা যান।

জানতে চাইলে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এ কে এম মনজুরুল হক আকন্দ বলেন, দুঘর্টনায় আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যান দুটি জব্দ ও বাসের চালক গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে।