টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে অস্ত্র, গুলিসহ দুই ডাকাত গ্রেপ্তার

টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে অস্ত্র ও গুলিসহ দুইজন ডাকাতকে গ্রেপ্তার করেছেন এপিবিএন সদস্যরা
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে অস্ত্র, গুলিসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ ব্লকের ৬১৬/১ শেডের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে মো. সাদ্দাম (২২) ও একই শিবিরের ৬১৫/১ শেডের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আব্দু সালাম (৬০)।

এপিবিএন পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত। তাঁদের নামে একাধিক মামলা রয়েছে। তাঁদের কাছ থেকে দেশি দুটি অস্ত্র, দুটি গুলি ও গুলির তিনটি খালি খোসা জব্দ করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

এপিবিএন পুলিশ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ভোরে নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ‘সি’ ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকায় অভিযানের যান। ডাকাতদল এপিবিএনের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা ডাকাত মোহাম্মদ সাদ্দাম ও আব্দু সালামকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে দুটি এলজি, দুটি গুলি ও গুলির তিনটি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনকে কক্সবাজারের আদালতে পাঠানো হবে।