টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ তরুণ আটক

আটক
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ বা আইসসহ আবদুল মজিদ (২০) নামের এক তরুণকে আট করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীর কর্মকর্তাদের দাবি এই পরিমাণ আইসের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা।

গতকাল মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকা থেকে মজিদকে আটক করা হয়। তাঁর বাড়ি গোদারবিল গ্রামে। আজ বুধবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেয়র রুবায়াৎ কবীর ও অভিযান কর্মকর্তা লে. এম মুহতাসিম বিল্লাল।

ফয়সল হাসান খান জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোদারবিল বাজারের পাশে প্রধান সড়কে কৌশলে অবস্থান নেয়। কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে সেখানে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখেন দলের সদস্যরা। পরে ওই ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে তাঁরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

টহল দলের ধাওয়া খেয়ে এক যুবক মোটরসাইকেল থেকে নেমে ওই এলাকার একটি তিনতলা ভবনে গিয়ে লুকান। পরে ভবনটিতে তল্লাশি করে ওই যুবককে আটক করা হয়। আর মোটরসাইকেল তল্লাশি করে দুই প্যাকেট আইস পাওয়া যায়।
আইসসহ আটক ওই যুবককে টেকনাফ মডেল থানা-পুলিশে সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ফয়সল হাসান।