ট্রলি–ইজিবাইকের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নে ট্রলির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে সালাম সরদার (৮০) নামের একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে গাউস বাড়ির মোড় এলাকায় তেরখাদা-খুলনা সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম সরদারের বাড়ি উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনা থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন সালাম সরদার। এ সময় গাউস বাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সালাম সরদার।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ট্রলিচালক পালিয়ে গেছেন। ট্রলিটি পুলিশের জিম্মায় আনা হয়েছে।