ট্রলির ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
ভোলার দৌলতখান উপজেলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার নৈমুদ্দিরবাজার এলাকায় ঘুইঙগারহাট-দৌলতখান উদয়পুর রাস্তারমাথা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৬৭)। তিনি চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিদারুল্লাহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেন মালের ছেলে। তিনি এক ছেলে ও মেয়ের বাবা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আবদুল খালেক নৈমুদ্দিরবাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে তাঁর ছোট ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় ঘুইঙগারহাটের দিক থেকে ইটবোঝাই ট্রলি এসে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বলেন, দুর্ঘটনার পর পুলিশ ট্রলিটি জব্দ করেছে। আটক করেছে ট্রলির চালক মো. মহিউদ্দিকে। লাশের ময়নাতদন্তের বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।