default-image

সিলেটে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সিলেট নগরের মিয়া ফাজিল চিস্ত এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন লুৎফুর রহমান ও অন্যজন সজীব মিয়া বলে জানা গেছে। সোমবার রাত ১০টার দিকে মিয়া ফাজিল চিস্ত এলাকায় সিলেট–সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় স্থানীয় লোকজন দুটি ট্রাক আটকে অগ্নিসংযোগ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে নগরের মিয়া ফাজিল চিস্ত এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি ট্রাক মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় স্থানীয় লোকজন খবর পেয়ে সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। এ ছাড়া তাঁরা দুটি ট্রাকে আগুন দেন। খবর পেয়ে পুলিশ ও সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ জানান, ঘাটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। ট্রাকটি ঘটনাস্থলে ছিল। এ সময় উত্তেজিত জনতা দুটি ট্রাকে অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন