ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল সিএনজিচালকের
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় ফলবোঝাই একটি ট্রাক ও সিএনজিচালিত একটি অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশাচালকের। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার সাতবর্গ সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আক্তার হোসেন (৪০)। তিনি হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পশ্চিমপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। ট্রাকে থাকা ফল ব্যবসায়ী আবুল কালাম (৪৫) গুরুতর আহত হন। তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকার বাদামতলী এলাকার সিরাজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় সিলেটগামী ফলবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান সিএনজিচালক আক্তার হোসেন। ট্রাকচালকও গুরুতর আহত হন। পরে ট্রাকচালকের সহযোগী তাঁকে টেনে বের করে সঙ্গে নিয়ে পালিয়ে যান। দুর্ঘটনার পরপর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম প্রথম আলোকে জানান, ট্রাক ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। অটোরিকশাচালকের লাশ আজ দুপুরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।