ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের আরামবাগ মহল্লায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মো. কাহালু (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার কালীনগর গ্রামের মৃত এমরান আলীর ছেলে।
সোমবার রাত আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের আরামবাগ এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মো. কাহালু গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে যান। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।