default-image

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, তারাকান্দা উপজেলার খিচা বাজারের কাছে ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নেত্রকোনাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে অটোরিকশার চালক শহীদ (৩৩) ও খলিল (৩৬) নামের এক যাত্রী মারা যান। নিহত তিনজনের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন