ট্রাক উল্টে খাদে, দুই কৃষিশ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে শাহজাদপুরে ট্রাক উল্টে খাদে পড়ে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ কৃষিশ্রমিক। তাঁরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শাহজাদপুর-জামিরতা আঞ্চলিক সড়কের পারজামিরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আবদুর রাজ্জাক (৩০) ও একই গ্রামের বাবর আলী (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জামিরতা গ্রামসহ আশপাশের এলাকা থেকে অর্ধশতাধিক কৃষি দিনমজুর ধান কাটার জন্য ট্রাকে করে রাজশাহীতে যাচ্ছিলেন। পথে পারজামিরতা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ১৭ জন কৃষিশ্রমিক আহত হন। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, স্থানীয় ব্যক্তিদের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়। তবে নিহত ব্যক্তিদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি বলেন, এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।