ট্রাক উল্টে পড়ল মোটরসাইকেলের ওপর, প্রাণ গেল একজনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে ভাঙ্গা মহাসড়কে ট্রাক উল্টে মোটরসাইকেলের ওপর পড়ায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার নওয়াপাড়া এলাকার নওয়াপাড়া জুট মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালকের নাম মিজানুর রহমান (৪২)। তিনি উপজেলার বুইকরা গ্রামের আজিজুর রহমানের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে নওয়াপাড়া থেকে মালবোঝাই একটি ট্রাক যশোর-খুলনা মহাসড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে মিজানুর রহমান উপজেলার মশরহাটী এলাকা থেকে নওয়াপাড়ায় ফিরছিলেন। রাত সাড়ে নয়টায় নওয়াপাড়া জুট মিলের সামনে পৌঁছালে সড়কের একটি বড় গর্তের মধ্যে ট্রাকের চাকা পড়ে। এতে ট্রাকের চাকা ফেটে যাওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের অপর প্রান্তে থাকা মিজানুরের মোটরসাইকেলের ওপর পড়ে। এ সময় মিজানুর মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চাপা পড়েন।

স্থানীয় লোকজন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রাত ১১টায় ট্রাকের নিচ থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল ও মিজানুরের লাশ উদ্ধার করা হয়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পিটব শিকদার জানান, এক্সকাভেটর নামের বিশেষ এক যন্ত্র ব্যবহার করে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ট্রাকের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে নওয়াপাড়া হাইওয়ে থানা–পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক ও তাঁর সহকারী পলাতক। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।