default-image

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়েব্রিজ এলাকায় আজ রোববার ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এতে এক বিজিবি সদস্যের স্ত্রী ও শ্যালিকা নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় বিজিবি সদস্যসহ তাঁর শিশুকন্যা আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাসুদেবপুর গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য মো. রজব আলীর স্ত্রী মাসফুয়া বেগম (২৫) ও তাঁর শ্যালিকা সাথী খাতুন (১৫)।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ প্রথম আলোকে জানান, বিজিবি সদস্য রজব আলী তাঁর স্ত্রী, শিশুকন্যা ও শ্যালিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সোনামসজিদ পার্কে ঘুরতে যাচ্ছিলেন। তাঁরা দুপুর পৌনে ১২টার দিকে ওয়েব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসফুয়া বেগম ও সাথী খাতুন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য পড়ুন 0