জামালপুরে ট্রেনে কাটা পড়ে হাসি বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
হাসি বেগম জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার মো. উমির উদ্দিনের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আজ সকালে গৃহবধূ হাসি বেগমের সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। ওই ঘটনার পর হাসি বেগম বাড়ি থেকে বেরিয়ে পড়েন। পরে তাঁকে কোর্ট স্টেশন এলাকায় বসে থাকতে দেখেন এলাকার কয়েকজন। এ সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ওই স্টেশন অতিক্রম করছিল। তখন হাসি বেগম ওই ট্রেনের সামনে গিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোল্লা মোহাম্মদ খবির বলেন, খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা-পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।