চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করতে সৈয়দপুরে ১৫ দিনের সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর। আজ শনিবার সকাল আটটায় শহরের গোলাহাটে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সদস্যরা।
দিনের শুরুতে গোলাহাট থেকে সৈয়দপুর রেলস্টেশন ও রেললাইনের পর্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সচেতনতামূলক বার্তাসম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এরপর সংগঠনটির সদস্যরা পথসভার আয়োজন করে ট্রেনে পাথর নিক্ষেপসংক্রান্ত আইনি বিধিবিধান তুলে ধরেন। এ সময় তাঁরা ট্রেনে পাথর নিক্ষেপকারীদের ধরিয়ে দেওয়ার জন্য এলাকাবাসীকে তৎপর হতে অনুরোধ করেন।
এ ছাড়া মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটা, শিশুদের রেললাইনের ওপর খেলাধুলা ও চলন্ত ট্রেনে সেলফি তোলাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিষয়ে এ পথসভায় সচেতন করা হয়।
গোলাহাট থেকে সৈয়দপুর রেলস্টেশন পর্যন্ত চলে এই কার্যক্রম। বিভিন্ন এলাকায় প্রতিদিন এভাবে সচেতনতামূলক প্রচারাভিযান চলবে বলে জানান সংগঠনের সদস্যরা।
সংগঠনের সদস্য সামিউল আলিম বলেন, ‘চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ বন্ধে রেললাইনে আশপাশে থাকা স্থানীয় লোকজনকে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভা করছি। আজ থেকে আগামী ১৫ দিন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে এই সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।’