ঠাকুরগাঁওয়ে ভোটার হতে আগ্রহের কমতি নেই
ঠাকুরগাঁও পৌরসভার জমিদারপাড়া। বাড়ির দরজার কড়া নাড়ার শব্দ পেয়ে দরজা খুলতে যান শারমিন সুলতানা। দরজা খুললেই এক ব্যক্তি নিজের পরিচয় দিয়ে দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর বিষয়টি জানান। পরে কয়েকটি কাগজ যাচাইয়ের পর তথ্য নিয়ে শারমিনের নাম ভোটার তালিকার জন্য অন্তর্ভুক্ত করে তিনি।
প্রথম ধাপে গতকাল শুক্রবার থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা করছেন। ঠাকুরগাঁওয়েও ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গতকাল সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম উদ্বোধন করেন। পরে ঠাকুরগাঁওয়ের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। জেলায় ১৯৮ জন তথ্য সংগ্রহ করছেন। তাঁদের কাজ দেখভাল করার দায়িত্ব পেয়েছেন ৪১ জন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার আগামী তিন বছরের মধ্যে যাঁরা ভোটার হওয়ার যোগ্য (১৮ বছর) হবেন, তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। সে হিসাবে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁদের জন্ম, এই হালনাগাদ কার্যক্রমে তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে যাঁদের জন্ম ১ জানুয়ারি ২০০৫ বা তার আগে, তাঁদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা আগামী বছরের ২ মার্চ প্রকাশ করা হবে। আর যাঁদের জন্ম ১ জানুয়ারি ২০০৬ বা তার আগে, তাঁদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের ২ মার্চ এবং যাঁদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাঁদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৫ সালের ২ মার্চ।
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), মা–বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউটিলিটি (পানি, বিদ্যুৎ, গ্যাস) বিলের কপি প্রয়োজন হবে।
ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রথম বর্ষে লেখাপড়া করছে শারমিন সুলতানা। তথ্য সংগ্রহকারী তাঁদের বাড়িতে গিয়ে শারমিনের তথ্য সংগ্রহ করেন। হালনাগাদ ভোটার তালিকায় নাম দিয়ে তিনি বেজায় খুশি। শারমিন বলেন, ‘ভোটার তালিকায় নামের জন্য তথ্য দিলাম। কয়েক দিনের মধ্যে একটা পরিচয়পত্র পেয়ে যাব। তালিকায় নাম তুলতে কোনো হয়রানি নেই বলে আমার বেশ ভালো লাগছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, জেলা ভোটার তালিকা হালনাগাদের কাজ সুষ্ঠুভাবে চলছে।