নরসিংদী সদর উপজেলার মাধবদীতে অগ্নিনির্বাপণ সরঞ্জামের নির্মাণাধীন কারখানায় ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া মালামাল। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক।
এর আগে গত রোববার দিবাগত মধ্যরাতে মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নের আবদুল্লাহকান্দি এলাকার ওই কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির নাম নিউটেক মেশিনারিজ ইন্টারন্যাশনাল।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ঢাকার শ্যামপুরের পশ্চিম জুরাইন এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে মামুন পারভেজ (৩১) ও কেরানীগঞ্জের বালুরচর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে লিটন মিয়া (৫৫)। পুলিশ বলছে, দুজনই ডাকাত দলটির সক্রিয় সদস্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। এরপর ডাকাত দলটিকে গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনভর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামানের নেতৃত্বে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চলে। একপর্যায়ে সোনারগাঁ ও ঢাকার কদমতলী এলাকার দুটি দোকান থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় মামুন ও লিটনকে।
চীন, তুরস্ক, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগুন নেভানোর বিভিন্ন সরঞ্জাম আমদানি করে থাকে নিউটেক মেশিনারিজ ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি এসব সামগ্রী দেশীয় প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ করে। ঢাকার ডেমরায় তাদের গুদাম ছিল। সম্প্রতি দেশেই এসব পণ্য উৎপাদনের জন্য মাধবদীর আবদুল্লাহকান্দি এলাকায় কারখানা নির্মাণ শুরু করে প্রতিষ্ঠানটি।
ডেমরার গুদামের সব মালামাল নির্মাণাধীন এই কারখানায় এনে রাখা হয়। গত রোববার গভীর রাতে ২৫-৩০ জনের ডাকাত দল সেখানে হানা দিয়ে অগ্নিনির্বাপণ সরঞ্জাম তৈরির ফর্মা ও দুটি মেশিনসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাধবদী থানায় ডাকাতির মামলা হয়েছে। আজ দুপুরে তাঁদের নরসিংদীর আদালতে পাঠানো হয়।