আতিকুল ইসলাম (৪০) চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে দৈনিক মজুরিভিত্তিতে কাজ করে আসছিলেন বলে পরিবারের ভাষ্য। গত শনিবার রাতে ডিপোতে আগুন-বিস্ফোরণের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে দাবি পরিবারের।
স্ত্রী পরিচয় দেওয়া শাহানাজ বেগমের (৩৭) ভাষ্য, গতকাল সোমবার রাত পর্যন্ত আতিকুলের নিখোঁজ থাকার বিষয়টি তিনি জানতেন না। তবে আতিকুলের বোন শায়েলা বেগম জানতেন। তিনি তাঁর ভাইয়ের খোঁজে ডিপোতে গেছেন। গেছেন হাসপাতালে।
কোথাও ভাইকে না পেয়ে শায়েলা গতকাল রাতে আতিকুলের নিখোঁজ থাকার কথা শাহানাজকে জানান। পরে শাহানাজও তাঁর স্বামীর খোঁজে হাসপাতালে ছুটে আসেন। সঙ্গে আসে ১২ বছরের মেয়ে রাহেল আক্তার।
আতিকুলের পরিচয় শনাক্তে আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা দিয়েছে মেয়ে রাহেল।
শাহানাজ বলেন, তাঁদের বাসা নগরের হালিশহরের বি-ব্লকে। এক মেয়ে ও দুই ছেলে নিয়ে তাঁদের সংসার। বাসায় কাপড় সেলাইয়ের কাজ করেন তিনি। তাতে অল্প কিছু আয় হয়। মূলত স্বামীর আয়েই সংসার চলে।
শাহানাজের ভাষ্য, তাঁর স্বামী নিয়মিত বাসায় আসতেন না। তিনি বেশির ভাগ সময় ডিপোতে থাকতেন। পাঁচ দিন আগে স্বামীর সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর।
শাহানাজের দাবি, বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন-বিস্ফোরণের ঘটনা সম্পর্কে কোনো কিছুই জানতেন না তিনি। তাঁকে গতকাল রাতে আতিকুলের নিখোঁজের কথা জানান শায়েলা।
শাহানাজ বলেন, ‘আমার স্বামী এই ডিপোতে দৈনিক মজুরিভিত্তিতে কাজ করে আসছিলেন। তাঁর আয়ে পুরো সংসার চলে। এখন স্বামীকে খুঁজে পাচ্ছি না। এখন কী করব, কিছুই বুঝতে পারছি না।’
মেয়ে রাহেলা বলে, তার বাবার খোঁজ না পাওয়ার কথা ফুপি জানিয়েছেন। তারপর থেকে তারাও খোঁজ করছে। কিন্তু কোথাও পাচ্ছে না।
বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণে নিহত-নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম চলছে।
ডিএনএ নমুনা সংগ্রহের কাজটি করছে সিআইডির ফরেনসিক বিভাগ। এখন পর্যন্ত ৩৯ জন নমুনা দিয়েছেন। ২২ জনের খোঁজে তাঁরা নমুনা দিয়েছেন।
ডিপোতে ভয়াবহ আগুন-বিস্ফোরণের ঘটনায় আজ দুপুরের দিকে দুটি লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়। পরে লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে উদ্ধার লাশের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানিয়েছেন, এখন পর্যন্ত ২৬টি লাশের পরিচয় শনাক্ত করা গেছে। এসব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনার ফলাফল পেতে অন্তত এক মাস সময় লাগতে পারে।
গত শনিবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ফায়ার সার্ভিসের ৯ জন সদস্যও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য, ডিপোর কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ দুই শতাধিক।