ডিবি পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার
চট্টগ্রামে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন সময়ে ডিবি পরিচয়ে অপরাধ করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
আজ মঙ্গলবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সেলিম, মো. কাশেম, মো. ইলিয়াছ ও মো. সাব্বির।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় নগরের জাম্বুরি মাঠ এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন মো. আলী নামের এক ব্যক্তি। ওই সময় চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেলটি থামান। গাড়িটির বিরুদ্ধে মামলা আছে দাবি করে একপর্যায়ে মোটরসাইকেলটি জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে মো. আলীকে মারধর করেন তাঁরা।
ওসি বলেন, ছিনতাই করা মোটরসাইকেলে দুজন এবং আরেকটি মোটরসাইকেলে করে বাকি দুজন দ্রুতগতিতে পালিয়ে যান। এ সময় মো. আলী ছিনতাইকারীদের মোটরসাইকেলের একটি ছবি তুলে রাখেন। ঘটনার পরপরই ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানান তিনি। খবর পেয়ে ডবলমুরিং থানা–পুলিশ অভিযান শুরু করে ওই চারজনকে আটক করে।
এ ঘটনায় মো. আলী বাদী হয়ে গতকাল সোমবার রাতেই ডবলমুরিং থানায় মামলা করেন।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া প্রথম আলোকে বলেন, রাতভর টানা ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পুলিশ পরিচয়ে বিভিন্ন সময়ে অপরাধ করার কথা স্বীকার করেছেন।