ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরগামী লেনে যান চলাচল বন্ধ
ঢাকা-আরিচা চার লেনবিশিষ্ট মহাসড়কের সাভার নিউমার্কেট এলাকায় আড়াআড়ি নর্দমা (ক্রস ড্রেন) নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কাজের কারণে নবীনগরগামী মূল লেনটি বন্ধ করে রাখা হয়েছে। এতে যান চলাচলে ভোগান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রাত ১২টা পর্যন্ত মূল লেনটিতে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সড়ক ও জনপথ বিভাগ ঢাকার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চার লেনবিশিষ্ট ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউমার্কেট এলাকায় নর্দমার নির্মাণকাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নবীনগরগামী সড়কের মূল লেনটি বন্ধ রাখা হবে। মূল লেনটি বন্ধ থাকায় সবাইকে সার্ভিস লেন ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
ঢাকা জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী প্রথম আলোকে বলেন, সাভারের নিউমার্কেট এলাকায় মহাসড়কের মূল লেনটি বন্ধ থাকায় যানজট দেখা দিতে পারে। যাঁদের ওই সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের সুযোগ রয়েছে, তাঁদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। পূর্বপ্রস্তুতি হিসেবে যানজট নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।