তারাকান্দায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার রাতে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার সাধুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটায় শ্যামগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অটোরিকশাটি কাশিগঞ্জ বাজারসংলগ্ন সাধুপাড়া এলাকায় আসতেই পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করেছে। এ ঘটনায় ৬০ বছরের বেশি বয়সের দুই নারীর মৃত্যু হয়েছে। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–ঠিকানা জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তকরণে কাজ চলছে।