তারে লেগে পড়ে গেলেন রেললাইনে, ওপর দিয়ে চলে গেল ট্রেন

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় হরিজনপল্লির সামনে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বৃদ্ধের নাম মোহাম্মদ ইউসুফ (৮৫)। তিনি চট্টগ্রামের গোয়াছি বাগান এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল হাকিম।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ইউসুফ লাঠির সাহায্যে চলাচল করতেন। তিনি রেললাইন পার হচ্ছিলেন। রেললাইনের পাশে থাকা সিগনালের তারে লেগে পড়ে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী নকশিকাঁথা মেইল ট্রেনে তিনি কাটা পড়েন। এতে তাঁর দেহ কোমর থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, শহরের দুই নম্বর রেলগেট থেকে প্রায় ১০০ গজ দূরে একদল লোক দাঁড়িয়ে আছেন। রেললাইনে বৃদ্ধের লাশ গামছা দিয়ে ঢাকা।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, তারে লেগে রেললাইনের ওপর পড়ে গিয়ে ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।