default-image

মাগুরায় ফসলের খেতে পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার বেলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কৃষকের নাম মিজানুর রহমান বিশ্বাস (৩৫)। তিনি উপজেলার বেলনগর গ্রামের মৃত ওলিয়ার বিশ্বাসের ছেলে।

মিজানের ছোট ভাই জুলফিকার আলী বলেন, বিদ্যুতের একটি সংযোগ জমির ওপর দিয়ে গেছে। সেই সংযোগের তার খেতে পড়ে ছিল। সেটি হাত দিয়ে ধরে উঁচু করে সরিয়ে অন্য স্থানে রাখার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মিজানুর রহমান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, বেলনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন