সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাটিবাহী ট্রাক্টর উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টরচালকের নাম আপন আহমেদ (২২)। তিনি বিনোদ ইউনিয়নের সবুজপাড়া গ্রামের আবদুল মমিনের ছেলে। এ ঘটনায় শাহাদত হোসেন নামের এক এক্সকাভেটরচালক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আলতাব আলীর পুকুর খননের জন্য আপন ও শাহাদত এক্সকাভেটর মেশিন ও ট্রাক্টর দিয়ে মাটি বহনের কাজ করছিলেন। মাটি নিয়ে যাওয়ার পথে মাগুড়া গ্রামের পশ্চিম দিকে একটি কালভার্টের কাছে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাক্টরচালক আপন মারা যান। পরে শাহাদাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জানতে চাইলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।